thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সড়ক দুর্ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার এএসআই নিহত

২০২০ নভেম্বর ২৫ ১০:৫২:১১
সড়ক দুর্ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার এএসআই নিহত

পঞ্চগড় প্রতিনিধি: দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুলাল চন্দ্র রায় (৪০) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বোদা-দেবীগঞ্জ সড়কের লক্ষ্মীর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলাল চন্দ্র রায় দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বলরামপুর গ্রামের হলেশ্বর রায়ের ছেলে। তিনি ঠাকুরগাঁও সদর থানায় কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে একটি ট্রাক ও মোটরসাইকেল দেবীগঞ্জের দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী এএসআই দুলাল নিহত হন।

দেবীগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) বজলুর রহমান বলেন, ঠাকুরগাঁও সদর থানা পুলিশের এএসআই দুলাল মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে তার মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয় একটি ট্রাক। ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় দেবীগঞ্জ থানায় মামলা করা হবে এবং নিহতের পরিবারের কোনো অভিযোগ থাকলে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৫নভেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর