thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

২০২০ নভেম্বর ৩০ ১১:১৭:২৪
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে মাইক্রোবাস ও অজ্ঞাত গাড়ির সংঘর্ষে দুইজন নিহত হয়েছন। আহত হয়েছেন তিনজন।

রোববার (২৯ নভেম্বর) রাত ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এলেঙ্গা জালদো ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সবুজ মিয়া ও আনসার সদস্য ছানোয়ার হোসেন।

হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই মতিউর রহমান জানান, নিহতরা মাইক্রোবাসে করে ঢাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। রাত ২টার দিকে এলেঙ্গা বাসস্ট্যান্ডের একটি পাম্প থেকে তেল নিয়ে মহাসড়কের জালদো ব্রিজের কাছে ইউটার্ন নেওয়ার সময় অজ্ঞাত গাড়ি মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/৩০নভেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর