thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

মোটরসাইকেল দুর্ঘটনা, রাতভর রাস্তায় তিন যুবকের লাশ

২০২০ ডিসেম্বর ০৬ ১০:১০:৫৩
মোটরসাইকেল দুর্ঘটনা, রাতভর রাস্তায় তিন যুবকের লাশ

নাটোর প্রতিনিধি: গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত পরিচয় তিন যুবক নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে নাটোরের লালপুর উপজেলায় দয়ারিয়া-কাশিমপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর রাতভর ওই তিন যুবকের লাশ রাস্তায় পড়ে থাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দয়ারিয়া-কাশিমপুর সড়কে ফাঁকা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হন। বিষয়টি কেউ জানতে না পায় সারা রাত তাদের লাশ সেখানেই পড়ে থাকে।

রবিবার সকালে রাস্তার পাশে লাশ মোটরসাইকেল পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে লালপুর থানার পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে।

লালপুর থানার ওসি সেলিম রেজা জানান, নিহত তিন যুবকের পরিচয় এখনও পাওয়া যায়নি। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৬ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর