thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

তিন ঘণ্টা পর বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

২০২০ ডিসেম্বর ০৬ ১০:৩৩:২৫
তিন ঘণ্টা পর বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

মাদারীপুর প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে রোববার ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিলো।

তিন ঘণ্টা পর রোববার (৬ ডিসেম্বর)সকাল ৮টা থেকে এই নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাটের ম্যানেজার আব্দুল আলীম এ তথ‌্য নিশ্চিত করেছেন।

আব্দুল আলীম জানান, কুয়াশার তীব্রতা বেড়ে গেলে ভোর সাড়ে ৫টার দিকে নৌরুট ঝাপসা হয়ে আসে। ফলে দিক নির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে যায়। পদ্মায় দিক নির্ণয় করতে না পারায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। পরে সকাল ৮টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/০৬ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর