thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

১১ ঘন্টা পর সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক

২০২০ ডিসেম্বর ০৭ ০৬:৪৬:১৩
১১ ঘন্টা পর সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক

হবিগঞ্জ প্রতিনিধি: প্রায় ১১ ঘন্টা পর সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১২টায় এ তথ্য নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের ঊর্ধ্বতন (পথ) কর্মকর্তা উপ-প্রকৌশলী মো. সাইফুল ইসলাম।

তিনি জানান, আখাউড়া ও কুলাউড়া থেকে আসা রিলিফ ট্রেন দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করায় রাত প্রায় সাড়ে ১১টায় সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথের হবিগঞ্জ জেলার মাধবপুরে শাহজিবাজারে তেলবাহী ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়। তিনি জানান, লাইনচ্যুত বগি থেকে কিছু পরিমাণ তেল নষ্ট হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই নির্ণয় করা যায়নি।

শায়েস্তাগঞ্জে রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী মো. শামদ্দোহা সরকার জানান, লাইনচ্যুত হওয়ায় ট্রেনের সিডিউল ভেঙে পেড়েছে। তাই ট্রেন চলাচল শুরু হতে একটু সময় লাগবে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর