thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে পিকআপ, নিহত ২

২০২০ ডিসেম্বর ০৭ ১২:৫২:২৩
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে পিকআপ, নিহত ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান দোকানের ভেতরে ঢুকে গেছে। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরান বাউশিয়ার ল্যাংটার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পুরান বাউশিয়ার মৃত মহসিন মিয়ার ছেলে মোহন মিয়া (৫০) ও কিশোরগঞ্জের মৃত মোকসেদ আলীর ছেলে নুরুল ইসলাম মিয়া (৭০)।

ভবের চর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাউদ্দিন জুয়েল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কুমিল্লাগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে চাপা দিয়ে দোকানে ঢুকে যায়। এ সময় ঘটনাস্থলেই দু’জন মারা যান। পিকআপটি (ঢাকা-মেট্রো-ল ১১-১১৫২) জব্দ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর