thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

সূচকের ধারাবাহিক উত্থান, লেনদেনও বেড়েছে

২০২০ ডিসেম্বর ০৭ ১৯:১৯:৩২
সূচকের ধারাবাহিক উত্থান, লেনদেনও বেড়েছে

দ্য রিপোর্ট প্রতিবেদক: ধারাবাহিক মূল্য সূচকের উত্থানে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সোমবারের লেনদেন। পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমানও। তবে কমেছে অধিকাংশ শেয়ারের দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবারডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৪ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়েছে।

এদিন ডিএসইতে টাকার পরিমাণে ৮৪৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩ কোটি ৬ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ৮৪৩ কোটি ৮০ লাখ টাকার।

সোমবার ডিএসইতে মোট ৩৫৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৬টির, দর কমেছে ১৪০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮৭টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৭৫ পয়েন্ট। সিএসইতে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৯১ লাখ টাকার শেয়ার।সিএসইতে মোট ২৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, দর কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির।

দ্য রিপোর্ট/এএস/৭ ডিসেম্বর,২০২০

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর