thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

১১ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

২০২০ ডিসেম্বর ০৮ ১৫:১২:০৫
১১ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি: ঘন কুয়াশায় বন্ধ থাকার ১১ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে চলাচল শুরু হয়।

বাংলাদেশ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহীউদ্দীন রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।

মহীউদ্দীন রাসেল বলেন, সোমবার (৭ ডিসেম্বর) রাত ১১টা থেকে ঘন কুয়াশায় মার্কিং বাতির অস্পষ্টতার কারণে ফেরি চলাচল বন্ধ করা হয়। সকাল ১০টার দিকে কুয়াশা কেটে যাওয়ায় পর চলাচল শুরু হয়েছে।

তিনি জানান, এই নৌরুটে ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। পাটুরিয়া ঘাটে দেড় শতাধিক বাস ও সাড়ে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর