thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

১২ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

২০২০ ডিসেম্বর ০৯ ১১:৩১:৩৯
১২ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি: ঘন কুয়াশায় দীর্ঘ সময় বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট দিয়ে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার সকাল ১০টা থেকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকেই ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এজন্য দুর্ঘটনা এড়াতে রাত পৌনে ১০টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

তিনি আরও জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। এখন অগ্রাধিকার ভিত্তিতে সিরিয়ালে থাকা অপেক্ষমাণ যানবাহন পারাপার করা হবে।

এই রুটে বর্তমানে ছোট-বড় ১৬টি ফেরি চলাচল করছে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর