thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

 ৪৫ দিনের মধ্যে নতুন বোর্ড গঠনের নির্দেশ

২০২০ ডিসেম্বর ১৩ ১৯:১০:২৩
 ৪৫ দিনের মধ্যে নতুন বোর্ড গঠনের নির্দেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক:যৌথভাবে পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার ধারন না কোম্পানিগুলোকে আগামী ৪৫ কাযদিবসের মধ্যে নতুন পরিচালনা পর্ষদ গঠন করার নির্দেশ‍দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাবাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।রবিবার (১৩ ডিসেম্বর)বিএসইসি এ নির্দশনা প্রদান করেছে।

বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বর্তমানে ২০টি কোস্পানির পরিচালকরা সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে পারেনি। ৩০ শতাংশ শেয়ার করতে তাদেরকে অন্তত ৩-২৯ শতাংশ শেয়ার কিনতে হবে। এই ২০ কোম্পানিকে আগামী ৪৫ কার্যদিবসের মধ্যে বোর্ড পুনঃগঠনের নির্দশনা দিয়েছে বিএসইসি।

কোম্পানিগুলো হলো-মিথুন নিটিং অ্যান্ড ডায়িং, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক, নর্দান জুট, অলিম্পিক এক্সেসরিজ, ফার্মা এইড, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স, স্যালভো কেমিক্যালস, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড এয়ারওয়েজ, কে অ্যান্ড কিউ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অ্যাকটিভ ফাইন কেমিক্যাল, অগ্নি সিস্টেম, আলহাজ্ব টেক্সটাইল, অ্যাপোলো ইস্পাত, সি অ্যান্ড এ টেক্সটাইল, ফ্যামিলিটেক্স, ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফু-ওয়াং সিরামিকস, ইমাম বাটন এবংজেনারেশন নেক্সট ফ্যাশন।

দ্য রিপোর্ট/এএস/১৩ ডিসেম্বর,২০২০

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর