thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বিজয় দিবসের প্রথম প্রহরে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধীতে শ্রদ্ধা

২০২০ ডিসেম্বর ১৬ ০৮:২৪:৪৬
বিজয় দিবসের প্রথম প্রহরে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধীতে শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে জেলায় মহান বিজয় দিবসের কর্মদিবসের সূচনা করা হয়েছে। এসময় ফুলে ফুলে ভরে ওঠে জাতির জনকের সমাধীস্থল।

বুধবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে বঙ্গবন্ধুর সমাধীতে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক সাহিদা সুলতানা ও পুলিশ প্রশসনের পক্ষ থেকে পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান শ্রদ্ধা জানান।

এরপর মুক্তিযোদ্ধা সংসদ, সংরক্ষিত মহিলা আসনের এমপি নার্গিস রহমান, জেলা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন, জেলা পরিষদ, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী, যুবলীগ, সরকারী বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ, বশেমুরবিপ্রবি শাখা ছাত্রলীগ, গর্ণপূর্ত বিভাগ, পানি উন্নয়ণ বোর্ড, জেলা কারাগার কর্তৃপক্ষসহ বিভিন্ন সরকারী অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বঙ্গবন্ধু, পরিবারের নিহত সদস্য ও শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন সর্বস্তরের মানুষ।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর