thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

মাদারীপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাইক চালকসহ নিহত ২

২০২০ ডিসেম্বর ১৭ ১১:২৬:২৩
মাদারীপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাইক চালকসহ নিহত ২

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসারের ভাঙ্গাব্রিজ এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাত সাড়ে নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা-বরিশাল মহাসড়কের বালিগ্রাম এলাকার পান্তাপারা ও ভাঙ্গাব্রিজের মাঝামাঝি স্থানের ইসাবেলা তেলের পাম্পের সামনে বরিশালগামী একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক সোহান হাওলাদার ঘটনাস্থলেই মারা যায়। আহত হন আরও দুইজন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার আরও অবনতি হলে জরুরিভাবে তাদের ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।হাসপাতালে নেয়ার পর রাতেই আ. রহমান নামে আরও একজনের মৃত্যু হয়। আহত অন্যজনের অবস্থায় অনেক খারাপ।

ডাসার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুল ওহাব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর