thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪, ১৬ আশ্বিন ১৪৩১,  ২৭ রবিউল আউয়াল 1446

বাসে ট্রেনের ধাক্কা : গেটম্যান বরখাস্ত

২০২০ ডিসেম্বর ২০ ২১:১৯:৫৯
বাসে ট্রেনের ধাক্কা : গেটম্যান বরখাস্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক: জয়পুরহাটের সদর উপজেলার পুরানাপৈল রেলগেটে বাস ও ট্রেনের মধ্যে ভয়াবহ দুর্ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে চাকরি থেকে গেটম্যান নয়ন মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গতকাল শনিবার (১৯ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে রেললাইনে উঠেপড়া বাসে সজোরে ধাক্কা দেয় দ্রুতগতির ট্রেন। এতে বাসের ১২ যাত্রী নিহত হয়। আহত হয় চার যাত্রী।

রেলবিভাগ জানায়, ওই রেলগেটে তিনজন গেটম্যান পালাক্রমে দায়িত্ব পালন করতেন। সকালে দায়িত্বে থাকার কথা নয়ন মিয়ার। কিন্তু তিনি রেলগেটে ছিলেন না। ফলে ট্রেন আসার পূর্বমুহূর্তে রেলগেট বন্ধ না করায় বাস রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলো।

রেলওয়ে বিভাগের পরিবহণ কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে নয়ন মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি কাজ করছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জয়পুরহাট জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজা হাসান বলেন, জেলা প্রশাসন ও রেলওয়ে বিভাগ পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২০ ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর