thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

সূচকের পতন,কমেছে লেনদেনও 

২০২০ ডিসেম্বর ২২ ১৫:০৬:১৭
সূচকের পতন,কমেছে লেনদেনও 

দ্য রিপোর্ট প্রতিবেদক: সূচকের পতনে শেষ হয়েছেঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবারের লেনদেন। এদিন ডিএসই প্রধান মূল্যসূচক ১৬পয়েন্ট কমে অবস্থান করছে ৫০৯৮ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৫ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট অবস্থান করছে যথাক্রমে ১১৭৭ ও ১৮০৭ পয়েন্টে।

ডিএসইতে দিনভর টাকার পরিমাণে লেনদেন হয়েছে৯৭৫ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।এক হাজার ১৩৭ কোটি ৩৪ লাখ টাকার। এ হিসেবে আজ আগেরদিন থেকে ১৬১ কোটি ৮২ লাখ টাকা কম লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া মোট ৩৫৭ টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮৪টির, দর কমেছে ১৮৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮৮টি কোম্পানির।

সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৯০ পয়েন্ট। লেনদেন হয়েছে ৪৭ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার। এদিন লেনদেনে অংশ নেওয়া মোট ২৬২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৮টির, দর কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির।

দ্য রিপোর্ট/এএস/২২ ডিসেম্বর,২০২০

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর