thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

ডিএসইতে লেনদেন ১৪০০ কোটি টাকা ছাড়ালো

২০২০ ডিসেম্বর ২৪ ১৬:১৬:০৬
ডিএসইতে লেনদেন ১৪০০ কোটি টাকা ছাড়ালো

দ্য রিপোর্ট প্রতিবেদক: পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বড় ধরনের উত্থান হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ১ হাজার ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে। সূচক ৫ হাজার ২০০ পয়েন্ট অতিক্রম করেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচক ও লেনদেনে ছিল ঊর্ধ্বগতি।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭৬ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪০৫ কোটি ৬৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ২৪৪ কোটি ৮৭ লাখ টাকা। ডিএসইতে ৩৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২০৮টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত আছে ৭৮টির।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৮৯ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৯ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ১৪৫ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৩৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ২৭১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৮টির, কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত আছে ৫৪টির। সিএসইতে লেনদেন হয়েছে ৭৩ কোটি ১২ লাখ টাকা।

(দ্য রিপোর্ট/আরজেড/২৪ ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর