thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ধর্ষণের হাত থেকে বাঁচতে চলন্ত বাস থেকে কলেজ ছাত্রীর ঝাপ

২০২০ ডিসেম্বর ২৭ ১০:৫৭:২৪
ধর্ষণের হাত থেকে বাঁচতে চলন্ত বাস থেকে কলেজ ছাত্রীর ঝাপ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই‌য়ে বাস চালক-হেলপারের ধর্ষণের হাত থে‌কে রক্ষা পে‌তে চলন্ত বাস থেকে ঝাপ দিয়ে গুরুতর আহত হয়েছেন এক কলেজছাত্রী (১৮)। শনিবার সন্ধ্যায় দিরাই উপজেলার সুজানগর এলাকায় এই ঘটনা ঘটে। আহত ছাত্রী দিরাই ডিগ্রি ক‌লে‌জের শিক্ষার্থী।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় সিলেট থে‌কে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে করে (সিলেট জ-১১০৭২৩) দিরাই আসছিলেন ওই কলেজছাত্রী। দিরাই পৌরসভার সুজানগর এলাকায় আসার পর তিনি ছাড়া বাকি যাত্রীরা বাস থে‌কে নেমে যান। কোনো যাত্রী না থাকায় বাসের ড্রাইভার ও হেলপার মিলে তাকে উত্ত্যক্ত করার এক পর্যায়ে ধর্ষণের চেষ্টা চালায়।

পুলিশ আরও জানায়, সম্ভ্রম বাঁচাতে একপর্যায়ে চলন্ত বাসের জানালা দি‌য়ে লাফ দিয়ে সড়কের পাশে পড়ে যান ওই শিক্ষার্থী। প‌রে আহত অবস্থায় স্থানীয় লোকজন তা‌কে উদ্ধার ক‌রে দিরাই হাসপাতালে নি‌য়ে যান। অবস্থার অবনতি হ‌লে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসকরা।

দিরাই থানার ওসি আশরাফুল ইসলাম জানান, বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এই ঘটনায় এখনও মামলা দা‌য়ের হয়‌নি ব‌লে জানান তি‌নি।

(দ্য রিপোর্ট/আরজেড/২৭ ডিসেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর