thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

২০ হাজার টাকা বিনিয়োগেই আইপিও শেয়ার 

২০২০ ডিসেম্বর ৩১ ২১:৪৩:৪৫
২০ হাজার টাকা বিনিয়োগেই আইপিও শেয়ার 

দ্য রিপোর্ট প্রতিবেদক: কোন লটারি নয় বরং পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে ন্যূনতম ২০ হাজার টাকার বিনিয়োগ থাকলেই যে কোন বিনিয়োগকারীপ্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার পাবেন।অর্থ্যাৎ আইপিও শেয়ার পেতে প্রচলিত লটারির ব্যবস্থা উঠে যাচ্ছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিএসইসির ৭৫৫তম কমিশন সভায়এমন বিধান রেখে আইপিওর সংশোধনী চূড়ান্ত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,আইপিওর চাঁদা গ্রহণের প্রক্রিয়ায় ৪টি পরিবর্তন এনেছে কমিশন । সেগুলো হলো-

(১) সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে বিদ্যমান লটারি ব্যবস্থার পরিবর্তে আনুপাতিক হারে শেয়ার বরাদ্দ করা হবে।

(২) সাধারণ বিনিয়োগকারীদের আইপিওতে আবেদনের ক্ষেত্রে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে ন্যূনতম ২০ হাজার টাকা বিনিয়োগ থাকতে হবে।

(৩) আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদেরকে কমপক্ষে ১০ হাজার টাকার বা এর গুণিতক হারে আবেদন করতে হবে। এবং

(৪) কমিশন বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিও অনুমোদনের ক্ষেত্রে বিদ্যমান দুই দফায় সম্মতিপত্র দেওয়ার পরিবর্তে উভয়ের জন্য একসাথে সম্মতিপত্র প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, আগামী ১ এপ্রিল থেকেকমিশনের এই সিদ্ধান্তকার্যকর হবে

দ্য রিপোর্ট/এএস/৩১ ডিসেম্বর,২০২০

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর