thereport24.com
ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি 25, ২১ মাঘ ১৪৩১,  ৪ শাবান 1446

চতুর্থ ধাপে পৌরসভার ভোট ১৪ ফেব্রুয়ারি

২০২১ জানুয়ারি ০৩ ২০:৫৯:৫০
চতুর্থ ধাপে পৌরসভার ভোট ১৪ ফেব্রুয়ারি

দ্য রিপোর্ট প্রতিবেদক: চতুর্থ ধাপে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি ৫৬টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর রবিবার (৩ ডিসেম্বর) এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৭ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ২৬ জানুয়ারি পর্যন্ত।

ইসির সিনিয়র সচিব জানান, ৫৬টি পৌরসভার মধ্যে ৩১টিতে ইভিএম এবং ২৫টিতে ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট হবে সকাল আটটা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত।

কিসের ভিত্তিতে ইভিএম এবং ব্যালট পেপার জানতে চাইলে ইসি সচিব মো. আলমগীর বলেন, ‘বিষয়টি নিয়ে কমিশন আলোচনা করেছে, যে সব পৌরসভাকে ঝুঁকিপূর্ণ মনে করেছে কমিশন, সেগুলোতে ইভিএমে ভোটের সিদ্ধান্ত হয়েছে। বাকিগুলোতে ভোট হবে ব্যালট পেপারে।’

(দ্য রিপোর্ট/আরজেড/০৩ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর