thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

রাজশাহীতে স্ত্রী ও শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যা

২০২১ জানুয়ারি ০৫ ০৯:৫১:৩১
রাজশাহীতে স্ত্রী ও শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যা

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় স্ত্রী ও ৫ মাসের শিশুকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে মাদকাসক্ত স্বামী।

সোমবার (৪ জানুয়ারি) গভীর রাতে রাজশাহীর পুঠিয়া উপজেলার গোপালহাটি গ্রামের ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) ভোরে রাজধানী ঢাকার দারুসসালাম এলাকা থেকে ঘাতক স্বামীকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে ঢাকা থেকে রাজশাহী নিয়ে আসা হচ্ছে।

রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে মঙ্গলবার ভোরে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর