thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ধর্ষণ মামলায় সাক্ষী দেয়ায় নারীকে ধর্ষণ

২০২১ জানুয়ারি ০৯ ১৬:০৪:১৬
ধর্ষণ মামলায় সাক্ষী দেয়ায় নারীকে ধর্ষণ

চট্টগ্রাম প্রতিনিধি: একটি ধর্ষণ মামলায় সাক্ষী দেয়ায় ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। এই ঘটনায় প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাল ডেবারপাড় এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন আলমগীর ও তার সহযোগী মাহবুব আলম।

র‍্যাব জানায়, গত বছরের ৩০ নভেম্বর চট্টগ্রামে ধর্ষণর একটি মামলার সাক্ষী দিতে এসে ধর্ষণের শিকার হন ওই নারী। পরে আকবরশাহ থানায় ছয়জনের নাম উল্লেখসহ ১০ জনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ঘটনার মূলহোতা আলমগীর বায়েজিদ বোস্তামি থানার ব্রিক ফিল্ড রোডে এক সহযোগীকে নিয়ে অবস্থান করছেন।

খবর পেয়ে র‌্যাবের একটি দলকে অপারেশনে পাঠানো হয়। তারা ভোরের দিকে বায়তুল মুনাফ মসজিদের সামনে থেকে সহযোগীসহ আলমগীরকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর ধর্ষণের কথা স্বীকার করেছেন। আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর