thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

বাঁশবাগানে মিলল ৯ সোনার বার

২০২১ জানুয়ারি ১৩ ১০:২১:৪৫
বাঁশবাগানে মিলল ৯ সোনার বার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার একটি বাঁশ বাগান থেকে ৯টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত সোনার বারের আনুমানিক বাজার মূল্য ৭০ লাখ ২০ হাজার টাকা বলে জানা গেছে।

মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল মো. মোহাম্মদ খালেকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এদিন বিকাল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবির একটি টহল দল চোরাকারবারি ধরতে ওই এলাকায় অবস্থান নেয়। বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

তবে অভিযানের এক পর্যায়ে ফুলবাড়ি সীমান্তের চাকুলিয়া গ্রামের বাঁশ বাগানের ভেতর থেকে এক কেজি ৫০ গ্রাম (৯০ ভরি) ওজনের ৯টি সোনার বার জব্দ করা হয়। বারগুলো কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে

এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানানো হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৩ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর