thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

লালমনিরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল দুই পুলিশের

২০২১ জানুয়ারি ১৮ ১৯:০৫:০৩
লালমনিরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল দুই পুলিশের

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে পাথরবোঝাই একটি ট্রাকের চাপায় কর্মকর্তাসহ দুই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে জেলার হাতীবান্ধা উপজেলার খানের বাজার নামক স্থানে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হাতীবান্ধা থানার ডিবি পুলিশের পরিদর্শক (এসআই) আব্দুল মতিন (৫২) ও সিপাহী হাজী মজিবুল হক।

পুলিশ জানায়, বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি পাথরবোঝাই ট্রাক ওই স্থানে এসে একই দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী এসআই আব্দুল মতিন ও সিপাহী হাজী মজিবুল হককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। হাতীবান্ধা থানা কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ থানায় নিয়ে যায়। আটক ট্রাকটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৮ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর