thereport24.com
ঢাকা, রবিবার, ২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১,  ২৫ জিলকদ  ১৪৪৫

সিরিজ জয়ের মিশনে ফিল্ডিংয়ে বাংলাদেশ

২০২১ জানুয়ারি ২২ ১১:৩৩:১৯
সিরিজ জয়ের মিশনে ফিল্ডিংয়ে বাংলাদেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক: দীর্ঘ ১০ মাসেরও বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই গত বুধবার দাপট দেখায় বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে দেয় টিম টাইগার্স। সেই ধারা ধরে রেখে আজই সিরিজ জয় নিশ্চিত করতে চায় স্বাগতিকরা। এ লক্ষ্যে পূরণের ম্যাচে টস হেরেছে বাংলাদেশ। এজন্য স্বাগতিকদের আগে করতে হবে ফিল্ডিং।

সাধারণত বাংলাদেশে ডে-নাইট ম্যাচ শুরু হয় দুপুর ১.০০-১.৩০ টার দিকে। কিন্তু কুয়াশার কারণে এবারের ওয়ানডে সিরিজের শুরুর সময় সকাল ১১.৩০ মিনিটে এগিয়ে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে হিসেবে আজ টস হয়েছে ১১.০০টায়। সে ভাগ্য কথা বলেনি বাংলাদেশের দিকে। উইকেট ও আবহাওয়ার কথা মাথার রেখে অবশ্য ওয়েস্ট ইন্ডিজ নিয়েছে ব্যাটিংয়ের সিদ্ধান্ত।

এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে মুখোমুখি ৩৭টি লড়াইয়ে ১৬টি তে জয় পেয়েছে বাংলাদেশ। ৯টি দ্বি-পাক্ষিক ওয়ানডে সিরিজের মধ্যে সেখানে ৪টিতে জয় বাংলাদেশের।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

(দ্য রিপোর্ট/আরজেড/২২ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর