thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

এক ঘণ্টায় ডিএসইতে ২০০ কোটি টাকা লেনদেন

২০২১ ফেব্রুয়ারি ০৩ ১২:২৫:২৩
এক ঘণ্টায় ডিএসইতে ২০০ কোটি টাকা লেনদেন

দ্য রিপোর্ট ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের পতনে চলছে লেনদেন। উভয় স্টক এক্সচেঞ্জে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২০০ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসই এক্স কিছুটা বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৫৬৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক তিন পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৪২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক চার পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১১৪ পয়েন্টে।

মঙ্গলবার বেলা ১১টা ১০ মিনিটে ডিএসইতে লেনদেন ছাড়ায় ২৩৮ কোটি ২৭ লাখ টাকা।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, উল্লিখিত সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩২৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬৬টি কোম্পানির। দর কমেছে ১৫২টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ১০৭টি কোম্পানির দর।

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। বুধবার সিএসইতে লেনদেনে অংশ নেয়া ৯৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৫টি কোম্পানির। দর কমছে ৫৮টি কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির।আলোচ্য সময়ে সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৩ কোটি ৩৮ লাখ ৪১ হাজার টাকা।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর