thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বগুড়ায় লিফট ছিঁড়ে ২ শ্রমিক নিহত

২০২১ ফেব্রুয়ারি ০৪ ১০:৪৭:১৩
বগুড়ায় লিফট ছিঁড়ে ২ শ্রমিক নিহত

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে লিফট ছিঁড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার সাজাপুরে অবস্থিত তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন, পঞ্চগড় জেলার সদর উপজেলার নারায়ণ চন্দ্র (২৫) ও রশিদুল ইসলাম (২০)।

প্রতিষ্ঠানটির ফ্লোর ইনচার্জ (পোল্ট্রি ফার্ম) আলমগীর হোসেন বলেন, নারায়ণ ও রশিদুল লিফটে করে মুরগির খাবার নিয়ে সাত তলায় যাচ্ছিলেন। ছয়তলায় পৌঁছামাত্রই লিফটের ক্যাবল ছিঁড়ে মাটিতে পড়ে। এতে তারা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৪ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর