thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

অটোরিকশায় ট্রাকের ধাক্কা, প্রাণ গেল মা-মেয়ের

২০২১ ফেব্রুয়ারি ০৫ ১১:০৩:২৭
অটোরিকশায় ট্রাকের ধাক্কা, প্রাণ গেল মা-মেয়ের

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার আরোহী মা-মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোচালক।

বৃহস্পতিবার সন্ধ্যার কিছু আগে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বটতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলা সদরের চাঁদগঞ্জ গ্রামের রেজাউলের স্ত্রী শিল্পী বেগম ও তার চার বছর বয়সী শিশুকন্যা সুয়ামণি।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বটতলী এলাকায় একটি ট্রাক ধাক্কা দিলে অটোরিকশা আরোহী শিল্পী বেগম ও তার মেয়ে ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন অটোরিকশা চালক। তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর