thereport24.com
ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি 25, ২০ মাঘ ১৪৩১,  ৩ শাবান 1446

করোনায় নতুন মৃত্যু ৭ : ১০ মাসের মধ্যে সবচেয়ে কম

২০২১ ফেব্রুয়ারি ০৫ ১৭:৩০:০৪
করোনায় নতুন মৃত্যু ৭ : ১০ মাসের মধ্যে সবচেয়ে কম

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম।

সর্বশেষ গত বছরের ৮ মে এত কম মানুষের প্রাণহানি হয়েছিল করোনায়। সেদিন সাতজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

আজ শুক্রবার (৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন পর্যন্ত বাংলাদেশে করোনায় মারা গেছেন মোট ৮ হাজার ১৮২ জন।

গত ২৪ ঘণ্টায় আরও ৪৩৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৩৭ হাজার ৪৬৫ জনে।

করোনা থেকে মুক্ত হয়েছেন আরও ৫০৭ জন। এ নিয়ে করোনামুক্ত হলেন মোট ৪ লাখ ৮২ হাজার ৪২৪ জন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর