thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

৩০ ঘণ্টা পর সিলেটের পথে চলল ট্রেন

২০২১ ফেব্রুয়ারি ০৬ ০৯:০২:৫০
৩০ ঘণ্টা পর সিলেটের পথে চলল ট্রেন

সিলেট প্রতিনিধি: একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে বন্ধ থাকা সারাদেশের ট্রেন যোগাযোগ আবার শুরু হয়েছে। দুর্ঘটনার প্রায় ৩০ ঘণ্টা পর এই পথে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

শনিবার সকাল সোয়া ৬টার দিকে সিলেট থেকে উপবন এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যায় বলে নিশ্চিত করেছেন রেলের সহকারী পরিচালক (অপারেশন) সাইদুর রহমান।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ও বিয়ালীবাজারের মাঝখানে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়।এ সময় তেল ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকলে স্থানীয় লোকজন হাড়ি-পাতিল, বালতি ও ড্রাম নিয়ে তেল সংগ্রহ করতে শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল তেলবাহী একটি ট্রেন। ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রেনের আটটি বগি লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় ওই রুটে রেল যোগাযোগ। শুক্রবার সকালে মৌলভীবাজারের কুলাউড়া ও আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে দুটি উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। তখনই জানানো হয়েছিল, এই পথ সচল হতে কমপক্ষে ২৪ ঘণ্টা লাগতে পারে।

এদিকে এই ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

(দ্য রিপোর্ট/আরজেড/০৬ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর