thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

এক ঘণ্টার ব্যবধানে মিললো স্বামী-স্ত্রীর লাশ

২০২১ ফেব্রুয়ারি ০৯ ১৪:৫১:২৫
এক ঘণ্টার ব্যবধানে মিললো স্বামী-স্ত্রীর লাশ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে স্বামী সাইদুল ইসলামের লাশ উদ্ধারের এক ঘণ্টার মাথায় তার স্ত্রী আসমা বেগমের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে সদর উপজেলার আঁকচা ইউনিয়নের কাজিবস্তি এলাকার টাঙ্গন নদীর পাশ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহত সাইদুল ইসলাম আঁকচা ইউনিয়নের কাজিপাড়া এলাকার বাসিন্দা। আসমা বেগম তার দ্বিতীয় স্ত্রী।

পুলিশ জানায়, সকালে নদীর পাশে সাইদুলের মরদেহ দেখে স্থানীয় বাসিন্দারা ৯৯৯ নম্বরে কল করেন। পরে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় সাইদুলের মুখে ফেনা ছিল।

এর এক ঘণ্টার মাথায় প্রায় এক হাজার মিটার দূর থেকে সাইদুলের স্ত্রী আসমা বেগমের গলাকাটা লাশ উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, ইতোমধ্যে ঘটনাস্থলে আমাদের ফোর্স পৌঁছেছে। কী কারণে এ ঘটানা ঘটেছে তা তদন্তের পর জানা যাবে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর