thereport24.com
ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি 25, ২০ মাঘ ১৪৩১,  ৩ শাবান 1446

যশোরসহ তিন পৌরসভায় ভোট স্থগিত

২০২১ ফেব্রুয়ারি ০৯ ২১:৩৪:০৫
যশোরসহ তিন পৌরসভায় ভোট স্থগিত

দ্য রিপোর্ট প্রতিবেদক: রিট আবেদনের পরিপ্রেক্ষিতে যশোরসহ তিনটি পৌরসভার নির্বাচনে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। বাকি দুটি পৌরসভা হলো মুন্সীগঞ্জের মীর কাদিম ও জয়পুরহাটের কালাই।

মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তিনটি রিট আবেদনের শুনানির পর এই আদেশ দেন।

এই তিনটি পৌরসভার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না এবং ভোটারদের বাদ দেয়ার অভিযোগ এনে সংশ্লিষ্ট ব্যক্তিরা রিট করেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মোহাম্মদ রাসেল চৌধুরী সাংবাদিকদের এই আদেশের কথা নিশ্চিত করেন। তবে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করবে বলে জানা গেছে।

মীর কাদিম ও কালাই পৌরসভায় চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা ছিল। আর পঞ্চম ধাপে ২৮ ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা ছিল যশোরে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর