thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কি না জানা যাবে রবিবার

২০২১ ফেব্রুয়ারি ১৩ ২১:২৬:০০
শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কি না জানা যাবে রবিবার

দ্য রিপোর্ট প্রতিবেদক: শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও বাড়ানো হবে কিনা তা জানা যাবে আগামীকাল রবিবার। শিডিউল ব্যস্ততার কারণে আজ শনিবার এই বিষয়ে ঘোষণা দিতে পারেনি দুই মন্ত্রণালয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হবে নাকি খুলে দেয়া হবে, সে বিষয়ে রবিবার (১৪ ফেব্রুয়ারি) জানিয়ে দেয়া হবে।

এদিকে করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে। চলমান ছুটি আরও ১৫ দিন বাড়ানো হতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র ।

ওই সূত্র জানায়, দেশে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে এই কার্যক্রম চলবে। এই সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোনো সম্ভাবনা নেই। কেননা মাননীয় প্রধানমন্ত্রী ফেব্রুয়ারি মাস করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করার কথা জানিয়েছেন। এর পর পরিস্থিতি কোন দিকে যায় সেটি দেখে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়া হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ানোর বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন চলমান ছুটির মেয়াদ আরও চারদিন আছে। এরমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

সচিব আরও বলেন, করোনা পরিস্থিতি এখন ধীরে ধীরে ভালোর দিকে যাচ্ছে। টিকাদান শুরু হয়েছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান এখন খুলে দেওয়া যায়। তবে প্রধানমন্ত্রী ফেব্রুয়ারি মাস পর্যবেক্ষণ করার কথা বলেছেন। সেটি আমরা দেখতে চাই। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সব ধরনের প্রস্তুতি আমাদের আছে। সরকারের সর্বোচ্চ মহলের সম্মতির পেলেই আমরা খুলে দেবে।

এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে তিনি বলেন, দেশে করোনা ভাইরাসের ঝুঁকি কমে আসলে তবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। করোনা পরিস্থিতি আমাদের বলে দেবে যে আমরা কি ফেব্রুয়ারির মাঝামাঝি অথবা শেষে নাকি মার্চে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিবো।

প্রসঙ্গত, দেশে করোনার সংক্রমণ শুরুর পর গত ১৭ মার্চ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরপর কয়েক দফায় ছুটির মেয়াদ বৃদ্ধি করা হয়। সবশেষ আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/১৩ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর