thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

খুলনায় বাস-অটো সংঘর্ষ, নিহত ৩

২০২১ ফেব্রুয়ারি ১৪ ১০:৫০:১২
খুলনায় বাস-অটো সংঘর্ষ, নিহত ৩

খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া উপজেলায় বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চুকনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ডুমুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন অটোরিকশার চালক ইউনুস আলী (৩৫), যাত্রী মো. হাবিবুর রহমান (৪০) ও রাজিবুল ইসলাম (৪০)।

পুলিশ জানিয়েছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে তারা ডায়াগনস্টিক সেন্টারে রোগীর পরীক্ষা-নিরীক্ষা শেষে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। এসময় সাতক্ষীরার শ্যামনগর থেকে শামিম এন্টারপ্রাইজের একটি বাস ঢাকা যাচ্ছিল। চুকনগর এলাকায় বেপরোয়া গতির বাসটি এসময় অটোরিকশা ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। তাছাড়া আহত একজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

রফিকুল ইসলাম জানান, ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। ঘটনার পরে বাসচালক পালিয়ে গেছেন। পুলিশ বাসটি জব্দ করেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর