thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

পটিয়ায় নির্বাচনি সহিংসতায় ১ জন নিহত

২০২১ ফেব্রুয়ারি ১৪ ১৪:১৯:৪৮
পটিয়ায় নির্বাচনি সহিংসতায় ১ জন নিহত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ১ জন নিহত হয়েছেন। রবিবার সকাল ১১ টার দিকে দক্ষিণ গোবিন্দরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। এ সময় আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

নিহত ওই ব্যক্তির নাম আব্দুল মাবুদ (৫৫)। তিনি ৮ নং কাউন্সিলর প্রার্থী আব্দুল মান্নানের ভাই। গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন-জালাল উদ্দীন (২০) ও মোহাম্মদ আসিফ।

পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে চতুর্থ ধাপে ৫৫টি পৌরসভায় রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে ২৯ পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) এবং ২৬টিতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর