thereport24.com
ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি 25, ২০ মাঘ ১৪৩১,  ৩ শাবান 1446

করোনার টিকা নিলেন সেনাপ্রধান

২০২১ ফেব্রুয়ারি ১৪ ১৬:১৩:৪৮
করোনার টিকা নিলেন সেনাপ্রধান

দ্য রিপোর্ট প্রতিবেদক: যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে করোনাভাইরাসের টিকা নিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। রবিবার প্রথম কর্মদিবসেই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) করোনার টিকা নেন তিনি।

গত ২৯ জানুয়ারি মার্কিন সেনাপ্রধানের আমন্ত্রণে ঢাকা ত্যাগ করছিলেন আজিজ আহমেদ। ১৫ দিনের সফর শেষে গত শুক্রবার সকালে ঢাকায় পৌঁছান তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, টিকা গ্রহণ শেষে সেনাপ্রধান সবাইকে কোনো ধরনের গুজবে কান না দিয়ে টিকা নিতে বলেন। দেশের আপামর জনসাধারণ তথা সেনাবাহিনীর সদস্যদের জন্য করোনার টিকা নেয়ার সুব্যবস্থা করায় সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া দেশব্যাপী করোনার টিকাদান কর্মসূচির আওতায় সেনাবাহিনী প্রধানের নির্দেশে দেশের সব সম্মিলিত সামরিক হাসপাতালে টিকাদান কার্যক্রম শুরু হয়।

টিকাদান কার্যক্রম শুরুর প্রথম ধাপে ১৩ ফেব্রুয়ারি (শনিবার) পর্যন্ত মোট ২৬টি টিকাদান কেন্দ্রে সর্বমোট ১৮ হাজার ২৬৯ জন কর্মরত এবং অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গসহ অন্যান্য অসামরিক ব্যক্তিদের টিকা দেওয়া হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর