thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

পাবনায় আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা

২০২১ ফেব্রুয়ারি ১৫ ১১:১৬:২৯
পাবনায় আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের আতাইকান্দা গ্রামে বালু মহলের আধিপত্য নিয়ে বিরোধের জেরে এক আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আমিরুল ইসলাম (২৮) সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের আতাইকান্দা গ্রামের মুন্তাই প্রামানিকের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য।

আমিরুলের আত্মীয় ও ভাঁড়ারা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সুলতান হোসেন জানান, দীর্ঘদিন ধরে আমিরুল তার সাথেই রাজনীতি করতো। এলাকার বালু মহলের আধিপত্য নিয়ে ভাঁড়ারা ইউনিয়নের চেয়ারম্যানের সাথে তাদের বিরোধ চলছিল। রাত ৯টার দিকে আমিরুল বাড়ি থেকে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা চারদিক থেকে তাকে ঘিরে পরপর ৩ থেকে ৪টি গুলি করে হত্যা করে পালিয়ে যায়।

পাবনা সদর থানার ওসি নাসিম শেখ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর