thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

বে লিজিং দর বৃদ্ধির শীর্ষে

২০২১ ফেব্রুয়ারি ১৫ ১৬:৫৩:২৮
বে লিজিং দর বৃদ্ধির শীর্ষে

দ্য রিপোর্ট প্রতিবেদক:ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)বে লিজিং অ্যান্ড ইনভেস্টম্যান্ট লিমিটেডকোম্পানিটিরদর বেড়েছে ১০ শতাংশ ।আজ সোমবার টপটেনদর বৃদ্ধিরশীর্ষে রয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার কোম্পানিটি১২ লাখ ১৬ হাজার ৬০০টিশেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ১৬লাখ টাকা।কোম্পানিটি সর্বশেষ ২৬ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।পতনের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেফরচুন সুজ লিমিটেড। আজ কোম্পানিটিরদর বৃদ্ধি পেয়েছে ৯.৯৪ শতাংশ। তালিকার তৃতীয় স্থানে রয়েছেমিডাস ফাইন্যান্সিং লিমিটেড। কোম্পানিটিরদর বৃদ্ধি পেয়েছে ৯.৭৯ শতাংশ। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- একটিভ ফাইন লিমিটেড,রবি আজিয়াটা লিমিটেড,সাইফ পাওয়ার লিমিটেড,ইনটেচ লিমিটেড, কেডিএস এক্সেসোরিজ লিমিটেড,সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডবংলংকাবাংলঅ ফাইন্যান্স লিমিটেড

দ্য রিপোর্ট/এএস/১৫ফেব্রুয়ারি ,২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর