thereport24.com
ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি 25, ২০ মাঘ ১৪৩১,  ৩ শাবান 1446

দেশে নবম দিনে করোনা টিকাদান কর্মসূচি

২০২১ ফেব্রুয়ারি ১৬ ১০:৫১:০৪
দেশে নবম দিনে করোনা টিকাদান কর্মসূচি

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশে নবম দিনের মতো করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি চলছে। সোমবার পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ১১ লাখ ৩২ হাজার ৭১১ জন।

এরমধ্যে পুরুষ সাত লাখ ৭৩ হাজার ৬২৪ জন, নারী তিন লাখ ৫৯ হাজার ৮৭ জন। সোমবার করোনার টিকা নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও বিসিবি সভাপতি।

এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কেন্দ্রে টিকা নিয়েছেন বঙ্গবন্ধুর চাচাতো ভাই শেখ কবির হোসেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৬২ হাজার ৭৩৩ জন, ময়মনসিংহ বিভাগে নয় হাজার ৪৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ৫২ হাজার ৭৪৪ জন, রাজশাহী বিভাগে ২৪ হাজার ৬০ জন, রংপুর বিভাগে ২১ হাজার ৬১৮ জন, খুলনা বিভাগে ২৭ হাজার ৭১০ জন, বরিশাল বিভাগে ১২ হাজার ১৩১ জন আর সিলেট বিভাগে ১৬ হাজার ২২৭ জন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর