thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

কুড়িগ্রামে একই পরিবারের ৪ জনকে হত্যায় ৬ জনের ফাঁসি

২০২১ ফেব্রুয়ারি ১৬ ১৮:১৫:২৭
কুড়িগ্রামে একই পরিবারের ৪ জনকে হত্যায় ৬ জনের ফাঁসি

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে একই পরিবারের ৪ সদস্যকে হত্যা মামলায় ৬ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুল মান্নান এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- উপজেলার দিয়াডাঙ্গা গ্রামের মনতাজ উদ্দিন, নজরুল ইসলাম মঞ্জু, আমির হোসেন, জাকির হোসেন, জালাল গাজি ও আজমত আলী শেখ। তাদের মধ্যে জালাল গাজি পলাতক।

এ ছাড়া আদালত নাইনুল ইসলাম নামে এক আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দিযেছে।

আদালতের পিপি আব্রাহাম লিংকন মামলার নথির বরাতে জানান, ২০১৪ সালের ১৪ জানুয়ারি রাত ২টার দিকে বাড়ি ঢুকে সুলতান মণ্ডল, ভাতিজি রোমানা, ভাগ্নি আনিকাকে হত্যা করা হয়। হাসপাতালে নেওয়ার পথে সুলতানের স্ত্রী হাজেরা খাতুনও মারা যান।

এ ঘটনায় সুলতানের ছেলে হাফিজুর রহমান অজ্ঞাতসংখ্যক আসামির বিরুদ্ধে ভুরুঙ্গামারী থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

পিপি বলেন, মামলায় চিকিৎসক ও ম্যাজিস্ট্রেটসহ ৬৫ সাক্ষীর মধ্যে ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য-প্রমাণে আসামিদের অপরাধ সন্দেহাতীভাবে প্রমাণিত হওয়ায় তাদের দোষী সাব্যস্ত করে আদালত এ সাজা দিয়েছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর