thereport24.com
ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি 25, ২০ মাঘ ১৪৩১,  ৩ শাবান 1446

‘চলতি সপ্তাহেই প্রকৃত মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা’

২০২১ ফেব্রুয়ারি ১৭ ০৯:১৫:৩৯
‘চলতি সপ্তাহেই প্রকৃত মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা’

দ্য রিপোর্ট প্রতিবেদক: চলতি সপ্তাহেই দেশের প্রকৃত মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা প্রকাশ এবং আগামী ২৬ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) মুজিববর্ষ উপলক্ষে দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। মুজিবর্ষে মুক্তিযোদ্ধাদের ৩০ হাজার বাড়ি করে দেয়া হবে বলেও জানান তিনি।

মুজিবর্ষে এবং প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কয়েক বছরের মধ্যে মুক্তিযোদ্ধাদের ৩০ হাজার বাড়ি করে দেওয়া হবে। চলতি সপ্তাহেই দেশের প্রকৃত মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা প্রকাশ করা হবে। সেখানে কোনো ভুলত্রুটি আছে কিনা, এবং একমাস সময় দেওয়া হবে সেখানে কারও নামের বানান ভুল হলে বা অমুক্তিযোদ্ধার নাম আসলে সেটার ব্যাপারে আপত্তি দিতে পারে। ২৬ মার্চ আমরা চূড়ান্ত তালিকা আমরা জাতির সামনে প্রকাশ করবো।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর