thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

ব্লেন্ডারে লুকানো ৩৫ লাখ টাকার স্বর্ণ জব্দ

২০২১ ফেব্রুয়ারি ১৮ ০৯:৪৪:৪৯
ব্লেন্ডারে লুকানো ৩৫ লাখ টাকার স্বর্ণ জব্দ

দ্য রিপোর্ট প্রতিবেদক: শাহজালালে ব্লেন্ডারে লুকানো আধা কেজি স্বর্ণবারসহ ২ জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার সময় বিমানযোগে মালয়েশিয়া হতে আগত দুই যাত্রীকে বিমানবন্দরের বহিরাঙ্গনের পার্কিং এলাকা থেকে গোল্ডবার, স্বর্ণালংকার ও কয়েকটি মোবাইল সেট সহ আটক করা হয়।

আটককৃত মোঃ আলমগীর হোসেন (৩৭) শরিয়তপুরের জাজিরা থানার মান্নান খানের পুত্র ও মোঃ আমির হোসেন (৩৬) একই জেলার আবুল হোসেনের ছেলে।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, দুই যাত্রীকে তাদের মালামালের মধ্যে থাকা তিনটি ব্লেন্ডার মেশিনের ভেতরে বিশেষ কৌশলে রাখা অবস্থায় ১০০ গ্রাম ওজনের ৫টি গোল্ডবারসহ আটক করা হয়। এছাড়া আরো প্রায় ৫ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। যার সর্বমোট বাজারমূল্য ৩৫ লাখ টাকা বলে জানা যায়। এছাড়া ১২টা মোবাইলও উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে তারা জানায় দানেশ নামের এক মালয়েশিয়া প্রবাসী তাদের এই ব্লেন্ডার দেয়। তা দানেশের স্ত্রীর কাছে পৌঁছানোর কথা ছিলো। দানেশের বাড়িও শরিয়তপুরের জাজিরায়। আটককৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালানবিরোধী ধারায় মামলা দায়ের করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৮ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর