thereport24.com
ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি 25, ১৯ মাঘ ১৪৩১,  ৩ শাবান 1446

বাংলাদেশে বিনিয়োগে ফিনল্যান্ডের প্রতি পররাষ্ট্রমন্ত্রী অনুরোধ

২০২১ মার্চ ১০ ১৩:৪৫:৫৮
বাংলাদেশে বিনিয়োগে ফিনল্যান্ডের প্রতি পররাষ্ট্রমন্ত্রী অনুরোধ

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশে বিনিয়োগের জন্য ফিনল্যান্ডকে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ বুধবার (১০ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেখা হাভেস্তোর সঙ্গে ভার্চ্যুয়ালি বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৈঠকে বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। এসময় বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে বিনিয়োগের জন্য ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান তিনি।

বৈঠকে ড. মোমেন রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এসময় রোহিঙ্গা সংকট সমাধানে ফিনল্যান্ডের কাছে সহায়তা চাওয়া হয়। ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। এই সংকট সমাধানে ফিনল্যান্ড ভূমিকা রাখবে বলেও জানান পেখা হাভেস্তো।

বৈঠকে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান পেখা হাভেস্তো। বৈঠককালে ফিনল্যান্ডে বাংলাদেশের অনাবাসী রাষ্ট্রদূত নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১০মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর