thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

কুমিল্লায় বাসে আগুন লেগে নিহত ৩

২০২১ মার্চ ১১ ২০:৩৭:০৫
কুমিল্লায় বাসে আগুন লেগে নিহত ৩

দ্য রিপোর্ট প্রতিবেদক, কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে বাসে আগুন লেগে তিন যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৭ জন।

আজ বৃহস্পতিবার (১১ই মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি বাসে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দগ্ধ ৯জন পাঠানো হয়েছে ঢাকা মেডিক্যালে।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধ ৯ জনকে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বাসে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে চাঁদপুরের মতলবগামী বাসটি গৌরিপুরে ইউটার্ন নিতে গিয়ে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলে বাসটিতে আগুন ধরে যায়। এসময় আগুনে তিন যাত্রী নিহত হয়। স্থানীয় ফায়ার সার্ভিস- ঘটনাস্থলে গিয়ে ১৭ যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে। দগ্ধ ৯ জনকে ঢাকা মেডিক্যালে চিকিৎসার জন্য পাঠায়।

(দ্য রিপোর্ট/আরজেড/১১মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর