thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

মেঘনা নদীতে জেলে-নৌ পুলিশ সংঘর্ষে জেলে নিহত

২০২১ মার্চ ১৬ ১১:৪৪:৩৮
মেঘনা নদীতে জেলে-নৌ পুলিশ সংঘর্ষে জেলে নিহত

চাঁদপুর প্রতিনিধি: মেঘনা নদীতে জেলেদের সঙ্গে নৌ পুলিশের সংঘর্ষে এক জেলে নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৫ মার্চ) মধ্যরাতে মোহনপুর এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় দুজন জেলেকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার রাতে মেঘনা নদীতে জাটকা শিকার করা দেখে একদল জেলেকে আটকের চেষ্টা করে নৌ পুলিশ। কিন্তু জেলেরা পুলিশের ওপর লগি বৈঠা ও ইটের টুকরো নিয়ে হামলা করে। এতে আত্মরক্ষায় পুলিশ গুলি ছোড়ে। এই ঘটনায় মাসুদ নামে এক জেলে হাটুতে গুলিবিদ্ধ হন।

পরে তাকে উদ্ধার করে প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ ভোর সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর