thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

নড়াইলে অগ্নিদগ্ধ হয়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

২০২১ মার্চ ১৯ ১৫:১১:৪৬
নড়াইলে অগ্নিদগ্ধ হয়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক: নড়াইলের লোহাগড়া উপজেলার রামপুরা গ্রামে অগ্নিদগ্ধ হয়ে বাবর আলী ফকির (৪২) নামে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার ভোর রাত ৪টার দিকে নিজের বসতঘরে এ অগ্নিদগ্ধের ঘটনা ঘটে। নিহত বাবর আলী ফকির রামপুরা গ্রামের নায়েব আলী ফকিরের ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে বাবর আলী ফকিরের টিনসেডের ঘরটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ঘরে বসবাসরত প্রতিবন্ধী বাবর আলী আগুনে পুড়ে মারা যায়। এ সময় ঘরের মধ্যে থাকা আসবাবপত্রসহ অন্যান্য মালামালও পুড়ে যায়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি আরো জানান, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৯মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর