thereport24.com
ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি 25, ১৯ মাঘ ১৪৩১,  ২ শাবান 1446

করোনা মোকাবিলায় বিশেষ কর্মসূচি নিয়ে আজ থেকে মাঠে পুলিশ

২০২১ মার্চ ২১ ১০:৪১:৫৬
করোনা মোকাবিলায় বিশেষ কর্মসূচি নিয়ে আজ থেকে মাঠে পুলিশ

দ্য রিপোর্ট প্রতিবেদক: হঠাৎ করেই দেশে আবারো বাড়ছে করোনা সংক্রমণ। এতে করে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। করোনা পরিস্থিতি যেন একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সে জন্য দ্বিতীয় দফা মাঠে নেমেছে পুলিশ। সব সময় মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে জনগণকে উদ্বুদ্ধ করতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

আজ রোববার (২১ মার্চ) দেশব্যাপী শুরু হয়েছে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি। এই কর্মসূচির এবারের প্রতিপাদ্য ‘মাস্ক পরার অভ্যাস, কোভিড মুক্ত বাংলাদেশ’

আপাতত বাধ্য করা নয়, স্বাস্থ্যবিধি মানতে মাঠ পর্যায়ে সবাইকে উদ্বুদ্ধ করতে পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় মাঠ পর্যায়ে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানতে অনুপ্রেরণাা ও উদ্বুদ্ধ করা হবে। দরিদ্রদের মাস্কও দেবে পুলিশ।

ডিএমপি সূত্রে জানা গেছে, এরই মধ্যে মাস্ক বিতরণ শুরু হয়েছে। আজ থেকে রাস্তায় থাকবে নজরদারি। করোনা মোকাবিলায় ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের নির্দেশে সম্প্রতি রাজারবাগ এলাকায় জনসাধারণের মধ্যে চার হাজার মাস্ক বিতরণ করেন উপপুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা।

গত বছরের মার্চে দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকেই মানুষের হয়ে দিনরাত কাজ করছেন পুলিশ। জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাড়িয়েছেন তারা। পুরো দেশ যখন অঘোষিত লকডাউনে তখন পুলিশ প্রশাসনের ত্যাগ শিকার মানুষকে মুগ্ধ করেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২১মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর