thereport24.com
ঢাকা, বুধবার, ৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১,  ৫ রবিউস সানি 1446

ফিফটির ফিফটি তামিমের

২০২১ মার্চ ২৩ ০৯:১৪:২১
ফিফটির ফিফটি তামিমের

দ্য রিপোর্ট ডেস্ক: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ক্যারিয়ারে নিজের ৫০তম হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল খান। এখনো অপরাজিত রয়েচেন তিনি। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০৭ রান।

এখনও অপরাজিতই রয়েছেন টাইগার দলনেতা। উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে খেলছেন ৭২ রান নিয়ে। আর মুশফিক অপরাজিত রয়েছেন ৬ রানে।

বাংলাদেশ দলের হয়ে এখন পর্যন্ত ২১২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তামিম। ৫০টি হাফসেঞ্চুরির পাশাপাশি রয়েছে ৯টি শতরানের ইনিংস। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে করেছেন সাত হাজারেরও অধিক রান।

দ্বিতীয় ওয়পানডেতে বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। তরুণ পেসার হাসান মাহমুদের চোটে দলে এসেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। নিউ জিল্যান্ডের একাদশে কোনো পরিবর্তন নেই। চোট পাওয়া রস টেইলর এই ম্যাচেও খেলছেন না। আর বিশ্রামেই থাকছেন অভিজ্ঞ পেসার টিম সাউদি।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

নিউ জিল্যান্ড একাদশ : মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, ডেভন কনওয়ে, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক), জিমি নিশাম, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর