thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

দিনটা ভাল গেল না পুঁজিবাজারের জন্য

২০২১ এপ্রিল ২৭ ১৫:৫৫:৫৯
দিনটা ভাল গেল না পুঁজিবাজারের জন্য

দ্য রিপোর্ট প্রতিবেদক: মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ,কমেছে লেনদেন । পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম । চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। অর্থ্যাৎ দিনটা মোটেই ভাল হলোনা পুঁজিবাজারের জন্য ।

আগের কার্যদিবস সোমবার ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছিল১ হাজার ১৯৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আজ লেনদেন হয়েছে ৮২৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এ হিসেবে আজ ডিএসইতে ৩৭১ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট কম লেনদেন হয়েছে।

ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪২২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ১২৪৫এবং ২০৯২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৫২ টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫৯ টির, কমেছে ২৩১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২ টির শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৬৭০ পয়েন্টে ।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৩১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৪৯ টির, দর কমেছে ১৫১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টির।

দ্য রিপোর্ট/এএস/২৭ এপ্রিল ২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর