thereport24.com
ঢাকা, বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১,  ১৮ জমাদিউল আউয়াল 1446

নোবেলের বিরুদ্ধে ইথুন বাবুর জিডি

২০২১ মে ২৪ ১০:১৩:২৩
নোবেলের বিরুদ্ধে ইথুন বাবুর জিডি

দ্য রিপোর্ট প্রতিবেদক: এক সাংবাদিককে জেলে পোরার হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিতর্কিত পোস্ট দিয়ে সম্প্রতি তুমুল সমালোচিত কণ্ঠশিল্পী নোবেলের বিরুদ্ধে এবার সাধারণ ডায়রি (জিডি) করেছেন গীতিকার, সুরকার ইথুন বাবু।

রাজধানীর হাতিরঝিল থানায় রোববার রাতে তিনি এই জিডি করেন।

নোবেলের নামে জিডির বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল।

এসআই ফয়সাল জানান, রাত ১০টার দিকে থানায় এসে ইথুন বাবু নোবেলের বিরুদ্ধে জিডি করেছেন। ফেসবুক পোস্টের মাধ্যমে নোবেল তার মানহানি করেছেন বলে সেখানে উল্লেখ করা হয়েছে।

ইথুন বাবু জিডি করার পর তার ফেসবুক অ্যাকাউন্টে হাতিরঝিল থানাকে ধন্যবাদ দিয়ে দুই লাইনের একটি স্ট্যাটাস দিয়েছেন।

১৪ মে কণ্ঠশিল্পী নোবেলের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ইথুন বাবুর নামে আপত্তিকর ভাষায় লেখা পোস্ট পাওয়া যায়। যেখানে লেখা ছিল, ‘ইথুন বাবু একটা চোর। অন্যের গান নিজের নামে চালায় দিসে।’

সেই দিনই নোবেল জানিয়েছিলেন, তার ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। কিন্তু ১৯ মে বিকেলে ডিএমপির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত ডেপুটি কমিশনার নাজমুল ইসলাম নোবেলের সঙ্গে কথা বলার পর ফেসবুক স্ট্যাটাসে ফেসবুক হ্যাকড হওয়াকে ‘কথিত’ বলে উল্লেখ করেন।

এর আগে সাংবাদিক আল কাছিরকে ‘জেলে পুরবেন’ বলে হুমকি দিলে ১৭ মে কলাবাগান থানায় নোবেলের নামে জিডি হয়। ১৯ মে তিনি ডিএমপির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত ডেপুটি কমিশনার নাজমুল ইসলামের সঙ্গে কথা বলার পর তার ভেরিফাইড ফেসবুক পেজে ইথুন বাবু, জেমস ও সাংবাদিক আল কাছিরের কাছে ক্ষমা চান।

নোবেল এখন ভ্রমণ বিলাসে আছেন। সম্প্রতি তিনি পাবনা গিয়েছিলেন। সেখান থেকে গেছেন কুষ্টিয়া।

(দ্য রিপোর্ট/আরজেড/২৪ মে, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর