thereport24.com
ঢাকা, বুধবার, ৯ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১,  ৫ রবিউস সানি 1446

আলাউদ্দিন বাবুর হ্যাটট্রিকে হাসলো ব্রাদার্স

২০২১ জুন ০৩ ১৪:৫৫:০২
আলাউদ্দিন বাবুর হ্যাটট্রিকে হাসলো ব্রাদার্স

দ্য রিপোর্ট প্রতিবেদক: শুরুটা করেছিলেণ ব্রাদার্সের পেসার আলাউদ্দিন বাবু দারুণ।প্রথম ওভারেই লিজেন্ডস অব রূপগঞ্জের ওপেনার আজমিরকে দিয়েছেন ফিরিয়ে।দ্বিতীয় ওভারে খেয়েছেন নাইমের হাতে চার,ছক্কা। প্রথম ২ ওভারের স্পেলটি ছিল তার ২-০-১৫-১ !

তবে ডেথ ওভারে অন্য এক আলাউদ্দিন বাবু হাজির। ৭ বলের পরের স্পেলে ফেলে দিয়েছেন হৈ চৈ (১.১-০-৫-৩) করেছেন হ্যাটট্রিক। বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে টোয়েন্টি-২০তে ৫ম বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন রংপুরের এই ছেলেটি।

১৭.৫ ওভারে মোক্তার আলীতে ডিপ মিড উইকেটে দারুণ এক ক্যাচে ফিরিয়ে দিয়ে নাইম ইসলাম জুনিয়র আলাউদ্দিন বাবুর হ্যাট্রিকের কাজটা এগিয়ে রেখেছেন। ১৭.৬ ওভারে স্লোয়ার ডেলিভারিতে সোহাগ গাজী দিয়েছেন ক্যাচ উইকেটের পেছনে।

২০তম ওভারের প্রথম বলে নাবিল সামাদকে স্কোয়ার লেগে ফিরিয়ে দিয়ে আলাউদ্দিন বাবু পূর্ণ করেন হ্যাটট্রিক। তার ক্যারিয়ার সেরা বোলিংয়ের (৪/২১) ম্যাচে মিতব্যয়ী বোলিং করেছেন মানিক খান (৪-১-১১-১)। সুজন হালদার (২/১৪) এবং সাকলায়েন সজীব (২/২২)ও দিয়েছেন দারুণ সাপোর্ট। ব্রাদার্সের এই সমন্বিত বোলিং আক্রমনে লিজেন্ডস অব রূপগঞ্জ ১১১ রানে অল আউট হয়েছে। তাতেই সহজ জয়ের আবহ পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন।

অধিনায়ক মিজানুর বড় জয়ে নিজেকে মেলে ধরেছেন। টোয়েন্টি-২০ ক্যারিয়ারে তৃতীয় হাফ সেঞ্চুরির ইনিংসকে ক্যারিয়ার সেরা ইনিংসে (৫২ বলে ৮ চার,৩ ছক্কায় ৭৪) দিয়েছেন রূপ। ওপেনিং জুটিতে ৫৩ এবং দ্বিতীয় উইকেট জুটিতে ৫৩ রানে দিয়েছেন নেতৃত্ব। তাতেই ২৭ বল হাতে রেখে ৮ উইকেটের বিশাল জয়ে উৎসবে ফেটে পড়েছে ব্রাদার্স।

লিজেন্ডস অব রূপগঞ্জ : ১১১/১০ (১৯.১ ওভারে)
ব্রাদার্স ইউনিয়ন : ১১২/২ (১৫.৩ ওভারে)
ফল : ব্রাদার্স ইউনিয়ন ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : আলাউদ্দিন বাবু (ব্রাদার্স)।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৩ জুন, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর