thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

ঈদে নিরাপদ সড়ক নিশ্চিত করতে নিয়ন্ত্রণ কক্ষ

২০১৩ অক্টোবর ০৯ ১৬:১০:৫৩
দিরিপোর্ট২৪প্রতিবেদক : ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে নিরাপদ সড়ক নিশ্চিত করতে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগ একটি নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে। বিআরটিএর তেজগাঁওয়ের এলেনবাড়ীর সদর কার্যালয়ের তৃতীয় তলার ৩২০ নম্বর রুমে এ নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। মঙ্গলবার যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগ থেকে এই সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।

নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর ৯১১৩১৩৩, মোবাইল ০১৯৬৬৬২২০১৯। সড়ক বিভাগের যুগ্মসচিব মো. জামাল উদ্দীন আহমেদ নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক দায়িত্ব পালন করবেন।

আগামী ১৩ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক সমন্বয়ের জন্য ৪৪ কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রতিদিনের প্রাপ্ত তথ্য সারসংক্ষেপ আকারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করবেন।

(দিরিপোর্ট২৪/এএস/এইচএসএম/অক্টোবর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর